অর্থনীতি

আরও ৬ ধরনের নতুন নোটের নকশা উন্মোচন করলো বাংলাদেশ ব্যাংক

আরও ৬ ধরনের নতুন নোটের নকশা উন্মোচন করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ রোববার (১ জুন) প্রথমবারের মতো বাজারে এসেছে। মোট ১১ ব্যাংকের মাধ্যমে আজ বাজারে ছাড়া হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তবে গ্রাহকরা পাবেন সোমবার (২ জুন) থেকে।

Advertisement

এদিকে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের আরও ৬ ধরনের নোটের নকশা উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। পর্যায়ক্রমে এসব নোটও ইস্যু করা হবে, অর্থাৎ বাজারে ছাড়া হবে। এসব নোটের মধ্যে রয়েছে- ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট।

৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের নকশা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মি.মি.×৬৫ মি.মি। নােটের সম্মুখভাগে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নােটের পেছনভাগে সুপ্রিম কোর্টের ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নােটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনােগ্রাম’ থাকবে।

Advertisement

আরও পড়ুন ঈদের আগেই আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ১১ ব্যাংকের মাধ্যমে আজ ছাড়া হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা আজ আসছে নতুন নকশার নোট

২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের নকশা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মি.মি.×৬৩ মি.মি. নােটের সম্মুখভাগে বামপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নােটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুথানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নােটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নােটে ‘রয়েল বেঙ্গল টাইগার’র মুখ, মূল্যমান ‘200’ এবং বাংলাদেশ ব্যাংকের মনােগ্রাম থাকবে।

১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের নকশা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মি.মি.×৬২ মি.মি.। নােটের সম্মুখভাগে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নােটের পেছনভাগে সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে। নােটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নােটে ‘রয়েল বেঙ্গল টাইগার’র মুখ, মূল্যমান ‘100’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম থাকবে।

Advertisement

১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের নকশা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি.×৬০ মি.মি.। নােটের সম্মুখভাগে বামপাশে বায়তুল মােকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নােটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুথানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নােটে ‘রয়েল বেঙ্গল টাইগার’র মুখ, মূল্যমান ‘10’ এবং বাংলাদেশ ব্যাংকের মনােগ্রাম থাকবে।

৫ টাকা মূল্যমান কারেন্সি নােটের নকশা

অর্থসচিব স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মি.মি.×৬০ মি.মি.। নোটটির সম্মুখভাগে বামপাশে ঢাকার তারা মসজিদ এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে।

নােটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুথানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার’র মুখ, মূল্যমান ‘5’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনােগ্রাম থাকবে।

২ টাকা মূল্যমান কারেন্সি নোটের নকাশা

অর্থসচিব স্বাক্ষরিত ২ টাকা মূল্যমান কারেন্সি নােটটির আকার নির্ধারণ করা হয়েছে ১০০ মি.মি.×৬০ মি.মি.। নোটটির সম্মুখভাগে বামপাশে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নােটের পেছনভাগের ডিজাইন হিসেবে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি থাকবে। নােটটিতে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার’এর মুখ, মূল্যমান ‘2’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনােগ্রাম থাকবে।

ইএআর/ইএ/জিকেএস