ফেনীতে গত ২৪ ঘণ্টায় দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ছয়জন রোগী। এর আগে জুন মাসে দুজন ডেঙ্গু আক্রান্ত হন।
Advertisement
এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। শুক্রবার (৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য জানায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত ফেনীর দুই উপজেলায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ফেনী সদর উপজেলায় ১৬ জন ও ছাগলনাইয়া উপজেলায় একজন। আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চলতি মাসে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুজন। ডেঙ্গু পরীক্ষার জন্য ১ হাজার ৩৮২ কিট রয়েছে।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস