বরগুনার আমতলীতে বজ্রপাতে বেল্লাল খান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উশ্যিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
বেল্লাল খান ওই এলাকার মো. আতাহার খানের ছেলে। সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘দুপুরে আবহাওয়া খারাপ হলে বেলাল বাড়ির পাশে গরু আনতে যান। পরে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা বেল্লালকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে বেলালের চাচা সাইদুল খান বলেন, ‘বজ্রপাতে বেলালের শরীরে কোথাও ঝলসানোর চিহ্ন নেই। আমাদের ধারণা বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে তার মৃত্যু হয়।’
Advertisement
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, ‘মাঠে গরু আনতে গিয়ে বেলাল নামে একজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে স্বজনরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে।’
নুরুল আহাদ অনিক/আরএইচ/জিকেএস