দেশজুড়ে

হিলিতে বজ্রপাতে নারীর মৃত্যু, হাসপাতালে যুবক

হিলিতে বজ্রপাতে নারীর মৃত্যু, হাসপাতালে যুবক

দিনাজপুরের হিলিতে বজ্রপাতে তাছলিমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় অন্য এক যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Advertisement

রোববার (১ জুন) বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তানজিলা বেগম ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। এছাড়া আহত আবু রাহাদ সরকার (২৩) একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, ‘সন্ধ্যা ৬টায় বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান তাছলিমা বেগম। এসময় মাঠে বিকট শব্দে বজ্রপাতে হলে ঘটনাস্থলে তিনি মারা যান। অন্যদিকে একই সময় ওই গ্রামের আবু রাহাদ নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

Advertisement

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস