খেলাধুলা

টাইগার একাদশে এক পরিবর্তন

টাইগার একাদশে এক পরিবর্তন

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হার। শেষ ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? লাহোরে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

Advertisement

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। তার বদলে একাদশে এসেছেন খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে এই পেসারের।

পাকিস্তানও একাদশে একটি পরিবর্তন এনেছে। হারিস রউফের বদলে ঢুকেছেন আব্বাস আফ্রিদি।

বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

Advertisement

পাকিস্তান একাদশশাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ।

এমএমআর