‘বৃহৎ আকারের বিশেষ অভিযানের’ মাধ্যমে রাশিয়ার ৪০টিরও বেশি বোমারু প্লেন ধ্বংসের বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) এই অভিযানকে রুশ বিমানবাহিনীর বিরুদ্ধে অন্যতম দুঃসাহসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
Advertisement
এসবিইউয়ের প্রকাশিত একটি ভিডিওতে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ও উড়তে দেখা যাচ্ছে ধোঁয়া। সেই সঙ্গে একাধিক প্লেন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে।
সংস্থাটি জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে থাকা রুশ কৌশলগত বোমারু প্লেনগুলো লক্ষ্য করে পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়। ভিডিওটি ইউক্রেনীয় ড্রোন প্রযুক্তির কার্যকারিতা ও দুঃসাহসিকতারও প্রতিফলন বহন করে।
বেলায়ার পাশাপাশি রাশিয়ার উত্তরের মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রুশ রাষ্ট্রীয় মিডিয়াও এ হামলার খবর প্রকাশ করেছে, তবে তারা বলছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও আক্রমণ প্রতিহত করার চেষ্টা চলছে।
Advertisement
এসবিইউ বলছে, এই অভিযানে ইউক্রেন যে মাত্রায় রাশিয়ার কৌশলগত বিমানঘাঁটিগুলোতে আঘাত হেনেছে, তা এই যুদ্ধের ইতিহাসে একটি বড় মাইলফলক। এই হামলা কেবল রুশ সামরিক সক্ষমতার ওপর সরাসরি আঘাত নয়, বরং রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেনের কার্যক্রম চালানোর ক্ষমতারও প্রমাণ।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার কৌশলগত বোমারু প্লেনগুলো ইউক্রেনের অবকাঠামোর ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এই বিমানগুলোর ওপর হামলা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিকে, একই সময় ইউক্রেন জানিয়েছে, রাশিয়া গত রাতে ইউক্রেনের ওপর ৪৭২টি ড্রোন এবং সাতটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে। এটি রাশিয়ার একক বৃহত্তম ড্রোন হামলাগুলোর একটি বলে ধারণা করা হচ্ছে।
তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা এই আক্রমণের বড় একটি অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে, তারা মোট ৩৮৫টি আকাশীয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
Advertisement
ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি বলছে, দুই দেশের মধ্যে ড্রোনভিত্তিক এই যুদ্ধ এখন এক নতুন স্তরে পৌঁছেছে। ইউক্রেনীয় ড্রোনগুলো শুধু ফ্রন্টলাইনে নয়, বরং রাশিয়ার গভীরে প্রবেশ করে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
সূত্র: বিবিসি
এসএএইচ