খেলাধুলা

চতুর্থ রাউন্ডে জকোভিচ, ‘সেঞ্চুরি’ থেকে মাত্র একধাপ দূরে

চতুর্থ রাউন্ডে জকোভিচ, ‘সেঞ্চুরি’ থেকে মাত্র একধাপ দূরে

ফরাসি ওপেনে দারুণ ছন্দে রয়েছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় রাউন্ডও স্ট্রেট সেটে জিতলেন তিনি। বিশ্বের ১৫৩ নম্বর খেলোয়াড় অস্ট্রিয়ার ফিলিপ মিসোলিচকে সহজেই হারালেন নোভাক (৬-৩, ৬-৪, ৬-২)। মাত্র ২ ঘণ্টা ৯ মিনিটে ম্যাচ জয় করে মাঠ ছাড়েন জোকার।

Advertisement

এ জয়ের ফলে নিজেরই রেকর্ড ছুঁলেন তিনি। ফরাসি ওপেনে ৯৯তম জয় পেলেন জকোভিচ। অর্থাৎ, লাল সুরকির কোর্টে জয়ের ‘সেঞ্চুরি’ থেকে আর মাত্র এক কদম দূরে রয়েছেন তিনি। চতুর্থ রাউন্ডে গ্রেট ব্রিটেনের ক্যামেরন নরিকে হারাতে পারলেই রেকর্ড গড়বেন তিনি।

নরির বিরুদ্ধেও জকোভিচের রেকর্ডও খুব ভাল। পাঁচ বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছেন নোভাক। ফরাসি ওপেনে জকোভিচের থেকে বেশি ম্যাচ একজনই জিতেছেন। রাফায়েল নাদাল। ১১৬টা ম্যাচের মধ্যে ১১২টা জয় করেছেন তিনি। হেরেছেন চারটে। ১৪টা ফরাসি ওপেন রয়েছে নাদালের ঝুলিতে।

ফরাসি ওপেনে ৯৯টা জয়ের পাশাপাশি ১৬টা ম্যাচ হেরেছেন জকোভিচ। তিনবার এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। ফরাসি ওপেনের পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনেও ৯৯টা ম্যাচ জিতেছেন জোকোভিচ। সেখানে তিনি হেরেছেন ১০টা ম্যাচ। ক্যারিয়ারে ২৪টা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়াতেই এসেছে ১০টা। উইম্বলডন ও ইউএস ওপেনেও খুব একটা পিছিয়ে নেই তিনি। উইম্বলডনে তার জয়-হারের পরিসংখ্যান ৯৭-১০। ইউএস ওপেনে ৯০-১৪। ক্যারিয়ারে সাতটি উইম্বলডন ও চারটি ইউএস ওপেনও জিতেছেন এই সার্বিয়ার তারকা।

Advertisement

প্যারিসে তৃতীয় রাউন্ডের ম্যাচে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি মিসোলিচ। নিজের সার্ভিস একবারও খোয়াননি সার্বিয়ান তারকা। উল্টো মিসোলিচের সার্ভিস চারবার ভাঙেন তিনি। জকোভিচের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় মিসোলিচকে। এ জয়ের পর গত ১৬ বছরের প্রতিবারই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকার।

গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকে একটা গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি জকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। এখনও পর্যন্ত ফরাসি ওপেনে একটা সেটও হারেননি। শীর্ষবাছাই ইয়ানিক সিনারের মতোই প্রতিপক্ষকে দাঁড় করিয়ে রেখে হারাচ্ছেন তিনি। যা পরিস্থিতি তাতে সেমিফাইনালে দেখা হতে পারে দুই তারকার। সেই লড়াইয়ের দিকে তাকিয়ে টেনিসদুনিয়া।

আইএইচএস/

Advertisement