প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা ঘিরে অনলাইনে কোরবানির পশুর হাট বসেছে। অন্যান্য বছর জমজমাট কেনাবেচা থাকলেও এ বছর ঘটছে বিপরীত চিত্র। গত কয়েক বছর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও সিটি করপোরেশন অনলাইনে পশুর হাটের আয়োজন করলেও এবার তা নেই। তবে ব্যক্তিগত উদ্যোগে ও কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে গরু বিক্রি করছে।
Advertisement
ঢাকায় আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর অস্থায়ী হাট বসছে আগামী মঙ্গলবার (৩ জুন)। তবে অনেকেই হাটে ভিড় ঠেলে কোরবানির পশু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার অনেকের হাটে গিয়ে পশু কেনার মতো লোকবল ও সময় নেই। তাদের জন্য অনলাইনই একমাত্র ভরসা। নানান ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে ঘুরে তারা গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কেনেন। অনেক প্রতিষ্ঠান এসব পশু সরাসরি অথবা পশু কোরবানি করে মাংস গ্রাহকের বাসার ঠিকানায় ডেলিভারি দিয়ে থাকে। আবার অনেক প্রতিষ্ঠান পশু কাটার জন্য কসাইও সরবরাহও করে।
আরও পড়ুন জেলাভেদে গরুর জাতভিত্তিক খ্যাতি ও বৈচিত্র্য পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হবে নারাজধানীর খিলগাঁওয়ের অধিবাসী রাবেয়া বেগম। ছেলেমেয়ে দেশের বাইরে থাকায় চার বছর ধরে অনলাইনে গরু কিনছেন তিনি।
রাবেয়া বেগম জাগো নিউজকে বলেন, ‘এ বছরও অনলাইনেই গরু কিনবো। দুদিন ধরে অনলাইনে বিভিন্ন সাইটে গরু দেখছি। তবে এ বছর গরুর দাম নিয়ে ধারণা করতে পারছি না। অনেকেই বলছে এবার গরুর দাম কম যাবে। এজন্য একটু সময় নিচ্ছি।’
Advertisement
রাবেয়া বেগম বলেন, গত কোরবানির ঈদে বিভিন্ন অনলাইন গরুর হাট থেকে মোবাইলে নানান রকম মেসেজ আসতো। ‘ডেলিভারি নিয়ে চিন্তা নেই’, ‘কসাই নিয়ে চিন্তা নেই’ এ ধরনের মেসেজ আসতো। এ বছর এখনো তেমন কোনো মেসেজ পাইনি।
কোরবানির হাট নিয়ে এবার ই-ক্যাব ও সিটি করপোরেশনের আয়োজন না থাকলেও সীমিত পরিসরে অনেকেই অনলাইনে পশু বিক্রি করছে। এ বছর যে প্রতিষ্ঠাগুলো অনলাইনে পশু বিক্রি করছে তারা হলো- বেঙ্গল মিট ডটকম, বিক্রয় ডটকম, প্রাণ-আরএফএল গ্রুপের অথবা ডটকম, রাখালী ডটকম, প্রাণীসেবা ডটকম, গাবতলী গরুরহাট ডটকম, গরুরহাট ডটকম, গবাদি ই-হাট ডটকম, বায়োমেন্ডহাট ডটকমসহ বেশ কয়েকটি অনলাইন সাইট।
আরও পড়ুন কোরবানির গরু হাত বদল হলেই দাম বেড়ে যায় ১০-১৫ হাজার টাকা রাজধানীতে আসছে কোরবানির গরু, প্রস্তুত গাবতলী হাট‘হাটে নয় othoba.com-এ হাসিল ও হ্যাসেল ফ্রি!’ স্লোগানে ক্যাম্পেইন চালাচ্ছে অথবা ডটকম। কোরবানির পশু কিনলে রয়েছে ফ্রি ডেলিভারি। সেই সঙ্গে প্রাণ গুঁড়া মসলার পক্ষ থেকে রয়েছে ফ্রি গিফট হ্যাম্পার।
বিক্রয় ডটকম ক্রেতাদের আকর্ষণ বাড়াতে নানান রকম ক্যাম্পেইন করছে। এগুলোর মধ্যে রয়েছে বিক্রয় সদস্যদের কাছ থেকে মানসম্মত কয়েক হাজার কোরবানির পশু, Sheba.xyz থেকে পশু জবাই ও পরিবহন সেবা এবং পশু জবাইয়ের সরঞ্জাম।
Advertisement
দেশজুড়ে অনলাইনে পশু কেনাবেচা করছে গাবতলী গরুরহাট ডটকম। তারা গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা বিক্রি করছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে তারা।
প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তৌহিদুজ্জামান বলেন, ‘অনলাইনে পশু কেনাবেচায় আমরা এ বছর ভালো সাড়া পাচ্ছি। ছয়টি জেলায় আমরা গরু ডেলিভারি দিচ্ছি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও সিলেট। কোনো গ্রাহক আমাদের অনলাইট শপ অথবা ডটকম থেকে গরু কিনতে চাইলে ১৫ থেকে ২০ হাজার টাকা অগ্রিম দিতে হচ্ছে।’
বিক্রয় ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী জাগো নিউজকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উৎসবে প্রত্যেকেই সেরা মানের পশু কোরবানি দিতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চমূল্য এবং পশুর নিম্নমানের কারণে গ্রাহকরা পশুর হাটে গিয়ে হতাশ হয়ে ফিরে আসেন। আমাদের ঈদুল আজহা অফারে কিছু ভাগ্যবান ক্রেতা সর্বোচ্চ মানের পশু কিনতে পারবেন বিশাল মূল্য ছাড়ে। এছাড়া ক্রেতারা আমাদের সাইটে সারাদেশের বিশ্বস্ত বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন মানের আরও কিছু পশু, বিভিন্ন সরঞ্জাম এবং সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে আমরা ক্রেতাদের সম্ভাব্য সর্বোত্তম কোরবানির কেনাকাটায় সেরা অভিজ্ঞতা দিচ্ছি।’
আরও পড়ুন এক খামারে কোরবানির জন্য প্রস্তুত ৫৫০ গরু, দাম ১১ কোটি মণপ্রতি ২৮ হাজারে বিক্রি হচ্ছে কোরবানির পশুএ বছর অনলাইনে পশুর হাটের আয়োজন না করা প্রসঙ্গে ই-ক্যাবের প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী জাগো নিউজকে বলেন, ‘এ বছর প্রেক্ষাপট ভিন্ন। আমাদের কাছে এ বছর অনলাইনে গরুর হাটের কোনো তালিকা নেই। অনলাইনে পশু বিক্রি নিয়ে ই-ক্যাবের কোনো আয়োজন নেই। তবে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অনলাইনে পশু বিক্রি করছেন। আমরা সেগুলো মনিটর করবো। কেউ অনলাইনে গরু কিনে প্রতারিত হলে বা কেউ কোনো অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো।’
পশুর হাড়-শিং ও অণ্ডকোষ থেকে কোটি টাকার ব্যবসাঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জাগো নিউজকে বলেন, ‘অন্যান্য বছর ই-ক্যাবের সঙ্গে যৌথভাবে অনলাইনে পশুর হাটের আয়োজন করা হলেও এ বছর আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আয়োজন নেই। তবে নতুন যারা অনলাইনে পশু বিক্রি করবে তারা আইন অনুযায়ী ট্রেড লাইসেন্সসহ যাবতীয় পেপার্স দিয়ে সংশ্লিষ্ট অফিসের অনুমতি সাপেক্ষে ব্যবসা করতে পারে।’
এমডিএইচআর/এমএমএআর/এমএফএ/জিকেএস