দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহে গৃহবধূ খুন, স্বামী-শ্বশুর আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহে গৃহবধূ খুন, স্বামী-শ্বশুর আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে রুনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে তার স্বামী, শ্বশুর ও ফুফু শাশুড়ি মিলে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (৩১ মে) দিনগত রাতের কোনো এক সময় উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিমপাড়ায় গৃহবধূর শ্বশুরবাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুনা আক্তার একই ইউনিয়নের রাণীখার গ্রামের বাসিন্দা ও প্রয়াত শিক্ষক শেখ নাছির উদ্দিনের মেয়ে।

Advertisement

ওসি মো. ছমিউদ্দিন জানান, ঘটনার পরই ভিকটিমের স্বামী সাইদুর রহমানকে বাড়ি থেকে ও তার শ্বশুর আব্দুস সালামকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্বামী সাইদুরকে আটকের পর প্রথমে স্থানীয় ধরখার পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল৷ বর্তমানে তাকে আখাউড়া থানা হাজতে আটক করা হয়েছে। শ্বশুর আব্দুস সালামকে জেলা সদর হাসপাতাল থেকে আটকের পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা হাজতে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই শেখ জসিম উদ্দিন জানান, তিন বছর আগে পাশের গ্রামের সাইদুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে রুনার বিয়ে হয়। তাদের ১০ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ঢাকায় সেলুনে কাজ করেন সাইদুর। সম্প্রতি গ্রামের বাড়িতে জমি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেন সাইদুর। এরপর আবার টাকা আনার জন্য রুনাকে চাপ দিলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

জসিম উদ্দিনের দাবি, এই টাকা-পয়সার বিষয় নিয়েই রুনার ওপর শারীরিক নির্যাতন চলছিল। শেষ পর্যন্ত তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস