জাতীয়

পশুর হাটে সিসি ক্যামেরা-ব্যাংকিং সেবা, সড়কের পাশে হাট বসানোয় শর্ত

পশুর হাটে সিসি ক্যামেরা-ব্যাংকিং সেবা, সড়কের পাশে হাট বসানোয় শর্ত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বসছে ১৯টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ৯টি হাট।

Advertisement

হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ারের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ। টাকা বহনে স্কট সেবা নেওয়া যাবে। প্রধান সড়কে কোনো হাট বসবে না। ছোট সড়কের পাশে হাট বসানোর ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্ত পূরণ করতে পারলে অনুমতি দেবে ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, যে কোনো ধরনের নাশকতা এড়াতে ও হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজারাদারদের সঙ্গে বৈঠক করেছে ডিএমপি। গণ্যমান্য ব্যক্তি, ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের পুলিশের উপ-কমিশনারদের (ডিসি) সঙ্গে আলাদা বৈঠক করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। বিগত বছরের মতো এবারও পশুর হাটগুলোতে শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেকটি হাটে পুলিশের কন্ট্রোল রুম এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জাল টাকা শনাক্তে পুলিশ কন্ট্রোল রুমে ইলেকট্রিক মেশিনের ব্যবস্থা থাকবে। এছাড়াও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে পুলিশের পক্ষ থেকে থাকবে কঠোর ব্যবস্থা।

Advertisement

পশুর হাটকেন্দ্রিক আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অনেক নগদ টাকার লেনদেন হবে। আমরা মানুষকে সতর্ক করছি। স্কট সেবা চালু করেছি। সাধারণ মানুষ চাইলে সেই সেবাও নিতে পারবে।- ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান

এছাড়াও গুরুত্বপূর্ণ হাট, জনসমাগম এবং লেনদেন বিবেচনায় প্রায় প্রতিটি হাট ও এর আশপাশে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ। ওয়াচ টাওয়ারের মাধ্যমে হাটের সার্বক্ষণিক চিত্র পর্যবেক্ষণ করবেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুনকেজিদরে বিক্রি হচ্ছে কোরবানির গরু, মিলছে অনলাইনেওবিদেশি ছুরি-চাকুর দখলে দেশীয় বাজাররাজধানীতে আসছে কোরবানির গরু, প্রস্তুত গাবতলী হাটজেলাভেদে গরুর জাতভিত্তিক খ্যাতি ও বৈচিত্র্য

হাটের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘পশুর হাটকেন্দ্রিক আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অনেক নগদ টাকার লেনদেন হবে। আমরা মানুষকে সতর্ক করছি। স্কট সেবা চালু করেছি। সাধারণ মানুষ চাইলে সেই সেবাও নিতে পারবে।’

তিনি বলেন, ‘প্রতিটি হাটে আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা টিম থাকবে। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে আমরা সেই ব্যবস্থা নেবো।’

Advertisement

সড়কের পাশে হাট বসাতে শর্ত

ঈদযাত্রায় সাধারণ মানুষের চলাচলে প্রধান সড়কগুলোর পার্শ্ববর্তী হাট পরিচালনায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বেশ কিছু পরামর্শও দিয়েছে ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ‘দুই সিটি করপোরেশনের সঙ্গে আমরা মিটিং করেছি। মন্ত্রণালয়ে মিটিং করেছি। আমাদের অনেক পরিকল্পনা আছে। কোনোক্রমেই রাস্তায় পশুর হাট বসানো যাবে না। প্রধান সড়কগুলোর পাশেও না। প্রধান সড়কের পাশে যদি পশুর হাট ইজারা দিতে হয় তাহলে স্কেচ ম্যাপ দিয়ে নির্ধারিত পরিমাপ উল্লেখ করে দিতে হবে। এরপর আমাদের ট্রাফিক বিভাগ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করবে যে এই জায়গার হাট রাস্তার মধ্যে আসবে কি না। হাটে প্রবেশের একটা ঢোকার ও আরেকটা বের হওয়ার রাস্তা রাখতে হবে। একই রাস্তায় ঢোকা ও বেরোনোর জন্য হলে সেখানে জ্যাম লেগে যায়।’

তিনি বলেন, ‘ছোট ছোট রাস্তার পাশে যদি হাট বসাতে হয় তাহলে রাস্তার পাশ দিয়ে বেড়া দিতে হবে। গাড়ি থেকে পশু নামানো ও ওঠানোর জন্য রাখতে হবে আলাদা আলাদা ব্যবস্থা। কোনো হাটে যদি ওঠানো-নামানোর জায়গা না থাকে তাহলে আধা কিলোমিটার দূর থেকে পিকআপে ওঠানো-নামানোর ব্যবস্থা করতে হবে। থাকতে হবে ভলেন্টিয়ার, ম্যাজিস্ট্রেট। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট তো রাস্তা থেকে সরাতে পারবে না। তাই আমরা বলেছি বিআরটিএ ম্যাজিস্ট্রেট থাকতে হবে।’

ছোট ছোট রাস্তার পাশে যদি হাট বসাতে হয় তাহলে রাস্তার পাশ দিয়ে বেড়া দিতে হবে। গাড়ি থেকে পশু নামানো ও ওঠানোর জন্য রাখতে হবে আলাদা আলাদা ব্যবস্থা। কোনো হাটে যদি ওঠানো-নামানোর জায়গা না থাকে তাহলে আধা কিলোমিটার দূর থেকে পিকআপে ওঠানো-নামানোর ব্যবস্থা করতে হবে।- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার

মো. সরওয়ার বলেন, ‘বিআরটিএ বলেছে আমাদের সঙ্গে পশুর হাটের সম্পর্ক কী? আমরা বলেছি বিআরটিএর রাস্তায় যদি পশুর হাট বসে বা চলে আসে তাহলে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের সেখান থেকে সরাবে। পুলিশেরও ম্যাজিস্ট্রেট থাকবে, যারা অনগ্রাউন্ড বিচার করে জেল-জরিমানা দেবে। পুলিশের সঙ্গে সহযোগী ফোর্সও সব সময় দায়িত্বে থাকবে। হাইওয়ে রোডের আশপাশে পশুর হাটের ক্ষেত্রে আমরা কঠোর।’

থাকছে সান্ধ্যকালীন ব্যাংকিং সুবিধা

ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটসংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (২৯ মে) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন কোরবানির হাটগুলোর আশপাশের ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ উদ্যোগ নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

যেসব এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে, উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা), ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন এলাকা, ভাটুলিয়া সাহবে আলী মাদরাসা থেকে রানাভোলা স্লুইস গেট পর্যন্ত, খিলক্ষেত মাস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া, মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট রাস্তার পাশের খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, বনরূপা আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্বপাশ, উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়, দনিয়া কলেজ ও সনটেক মহিলা মাদরাসা সংলগ্ন এলাকা, সাদেক হোসেন খোকা মঠের দক্ষিণ পাশ ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্বপাশ, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর-পূর্বপাশ এবং চট্টগ্রামের সাগরিকা এলাকা।

কেআর/এএসএ/এমএফএ/জেআইএম