‘আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার ছিল একটা দুর্ঘটনা’- পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে সেটাই প্রমাণ করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সে লক্ষ্যেই তিন ম্যাচের সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ম্যাচ। শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।
Advertisement
তবে ব্যাট করতে নামা স্বাগতিক পাকিস্তানকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশের বোলাররা। প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দিলেন শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম।
ইনিংসের প্রথম ওভার করার জন্য শেখ মেহেদীর হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন। প্রথম দুই বলে ১ রান নিয়ে স্ট্রাইকে সাইম আইয়ুবকে পাঠান ফাখর জামান। শেখ মেহেদীকে মোকাবেলা করতে গিয়ে প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। ব্যাকফুটে গিয়ে শট খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের উপরের কানায় লেগে সোজা মেহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দেন। সহজেই ক্যাচটা ধরে ফেলেন তিনি।
পরের ওভারেই ফাখর জামানকে সাজঘরে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই শরিফুলের বলে পুরোপুরি পরাস্ত হন ফাখর জামান। এলবির আবেদন করতেই আম্পায়ার আঙ্গুল তুলে দেন।
Advertisement
৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে অবশ্য টেনে তোলার চেষ্টা করছেন ওয়ানডাউনে নামা মোহাম্মদ হারিস ও টু ডাউনে নামা সালমান আলি আগা। এ রিপোর্ট লেখার সময় ৫ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ৪৩। হারিস ২৪ ও সালমান ব্যাট করছেন ১৮ রান নিয়ে।
আইএইচএস/