ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।
Advertisement
সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। একইদিনে জানা গেলো, পিএসএলের দল লাহোর কালান্দার্স নিয়েছে সাকিব আল হাসানকে।
সাকিবকে কেনার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি। তবে সাকিবের ঘনিষ্ঠ সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, লাহোরের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন এই অলরাউন্ডার।
পিএসএল ড্রাফটে নাম দিলেও এবার অবিক্রীত ছিলেন সাকিব। আসরের মাঝপথে এসে দল পেলেন টাইগার এই অলরাউন্ডার।
Advertisement
এদিকে লাহোর সাকিবকে চাইলেও কিছু আনুষ্ঠানিকতা রয়ে গেছে। সাকিবকে বিসিবির কাছ থেকে ছাড়পত্র (এনওসি) নিতে হবে। দেশের বাইরে থেকে খেলতে গেলেও এটি লাগবেই। বিকল্প নেই।
জানা গেছে, এরই মধ্যে বোর্ডের দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন দিয়েছেন সাকিব। ফোন দিয়েছিলেন তার ক্রিকেট গুরু ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকেও। তবে ফাহিম জাগো নিউজকে জানিয়েছেন, তিনি বোর্ড মিটিংয়ে থাকায় ফোন ধরতে পারেননি।
সাকিব আরও অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন। আজ রাতে বা কাল সকালের মধ্যেই এনওসি পেয়ে যাওয়ার কথা তার। সেটা হলে পিএসএলের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।
এআরবি/এমএমআর/এএমএ
Advertisement