ক্যাম্পাস

সাম্য হত্যার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাম্য হত্যার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

Advertisement

বুধবার (১৪ মে) দুপুর দেড়টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল করেন। এসময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাকৃবির কে. আর. মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপাচার্যের বাসভবন অতিক্রম করে শেষ হয় টিএসসি চত্বরে। পরবর্তীতে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ হয়।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। আমরা শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয়, তবে আমরা তা মেনে নেবো না।

নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। এছাড়া তিনি এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান।

আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস

Advertisement