চট্টগ্রামে আটক হওয়া আলোচিত আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরীকে নিয়ে লুকোচুরি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৩ মে) দিনগত রাত একটার দিকে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করার কথা থাকলেও সোমবার দুপুর পৌনে একটা পর্যন্ত তাকে সেখানে সোপর্দ করা হয়নি।
Advertisement
সিএমপির জনসংযোগ বিভাগের থেকেও এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
জিনাত সোহানা সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠনটির চেয়ারম্যান হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জিনাত সোহানা মোহাম্মদ এ আরাফাতের নিকটজন হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে মাদরাসায় জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালিয়ে আলোচিত হন সোহানা।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দুপুর সাড়ে ১২টায় জাগো নিউজকে বলেন, জিনাত সোহানাকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। তাকে কোতোয়ালিতে সোপর্দ করা হয়নি। সম্ভবত তারা (বায়েজিদ থানা) তাকে আদালতে তুলবে।
Advertisement
এরপর জানতে চাইলে বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘আমি ভিভিআইপি প্রটোকল ডিউটিতে আছি। বিষয়টি সিএমপির পিআর (জনসংযোগ শাখা) বলতে পারবেন।’
এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কথা হলে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, ‘জিনাত সোহানার বিষয়টি আমার জানা নেই। আপনি (প্রতিবেদক) বায়েজিদের ওসির সঙ্গে কথা বলেন।’ ওসির বিষয়টি জানালে এডিসি মাহমুদা বলেন, ‘আমি বিষয়টি জানি না। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আছি। জেনে পরে ফোন করলে জানাবো।’
এমডিআইএইচ/এমএএইচ/জিকেএস
Advertisement