সাহিত্য

নৈঃশব্দের দিনলিপি এবং অন্যান্য

নৈঃশব্দের দিনলিপি এবং অন্যান্য

নৈঃশব্দের দিনলিপি

Advertisement

মানুষ হারিয়ে যায়,বাড়িয়ে কী লাভ? দুদিনের স্মৃতি দুর্দিনের খুটিনাটি ক্ষোভ, পরিচিতি।

নিখোঁজ নগরীর রাত হাসে পরিহাসে, ভুলে যায় চিরচেনা গান।মানুষ হারায়, তারায় তারায় বয়ে বেড়ায় অভিমান।

মানুষ কথা রাখেনি,কথার দেওয়ালে জমে বেহিসেবী ভুলের ছায়াপথ।মানুষের সাথে হারায় অভিমানও, রেখে যায় নিঃশব্দ সময়ের ছেঁড়া শপথ।

Advertisement

****

অভাব

রুটিনবাঁধা বিষাদ আছে কিছুআছে কিছু ভাল্লাগে না রোগহঠাৎ যদি বিষাদ ঝরে যায়,যদি হঠাৎ রোগটা সেরে যায়আবার দেখি ধরছে ঘিরে তাদেরও অভাববোধ।

****

Advertisement

প্রলাপ

এইসব সন্ধ্যা নামে ধীরে, নীড়ে ফিরে যায় পাখি দিনশেষে সূর্যাস্তের কাছে কিছু কথা আগলে রাখি।কিছু রাখি আঁখির জলে নির্ঘুম রাতের কাছে, অবেলায় বিগড়ে যাওয়া মনের আর কী’বা আছে?

একঝাঁক স্বপন আঁকি, নীল চাঁদ-মেঘের মতোপ্রিয়তা সে আমার হলে, ক্ষতি আর কী’বা হতো?প্রলাপের ত্যক্ত সুরে ঘুম পাড়ানীদের গান,প্রিয়তা কি ঘুমিয়েছে, ভেঙেছে কি অভিমান?

**** জ্বর

প্রিয়, আকাশের লক্ষ তারাপ্রলাপ বকছে কানে‘ভালো থেকো, ভালো আছি’ বলেজ্বর নামে অভিমানে,প্রলাপ বকছি আমিও;প্রিয়, তুমি খেয়ে ঘুমিও।

****

অভিমান

একমুঠো ধুলো পায়ে ঘরে ফিরে আসি,একরাশ অবহেলা নিয়ে প্রাণখুলে হাসি।ধুলো তো মুছে দেওয়া যায়,অবহেলা কী দিয়ে এড়ায়?

****

ভালো থেকো

ভালো থেকো টুকটুকে ফুলমেঘের হাসি, চিলতে রোদ ভুলগুলো সব পাশ কাটিয়ে শুকনো-মরা-ঝরা পাতারজঞ্জাল সব রাশ কাটিয়ে,স্বপ্নে বাঁচো, অতীত খুঁজে আর ঘেটো না মনের ক্রোধ,মিথ্যে প্রবোধ, শঙ্কা বোধ।

এসইউ/জিকেএস