রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি কেন্দ্র করে আবাসন ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনার মূল সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ মে) মোহাম্মদপুরের টাউনহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ওই ব্যক্তির নাম মোহাম্মদ হাসান মাহমুদকে (৩৫)।
Advertisement
সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ঘটনার দিন আসামিরা হেলমেট পরিহিত অবস্থায় থাকায় তাদের শনাক্ত করা মুশকিল হচ্ছিল। কিন্তু শারীরিক অবয়ব, পোশাক এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়। গ্রেফতার করার পর তার বাসায় তল্লাশি করলে ঘটনার সময়ে পরিহিত পোশাক (শার্ট এবং প্যান্ট) তার বাসায় পাওয়া যায়।
এছাড়াও বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রয় সংক্রান্ত বিভিন্ন সামগ্রী, তার ব্যবহৃত একটি লাল রঙের মোটর সাইকেল এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হাসান তার কাছে বিভিন্ন অস্ত্রসামগ্রী থাকার কথা স্বীকার করেন। বিস্তারিত তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। ওই ঘটনা ডিবি তদন্ত করছে বলে জানা যায় এবং মোহাম্মদপুর থানা থেকে তাকে পরবর্তীতে ডিবির কাছে হস্তান্তর করা হতে পারে।
Advertisement
সেনাবাহিনী জানায়, সন্ত্রাসী হাসানের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে আরও অপারেশন পরিচালনা করে এর সঙ্গে জড়িত বাকি ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
আরও জানা যায় যে ওই ব্যক্তি এক সময়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য তাকে সেই রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ২৭ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে দিনে দুপুরে এক আবাসন ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ওইদিন মোটরসাইকেলে এসে মাথায় হেলমেট পরে আবাসন ব্যবসায়ীর বাসায় গুলি করে।
কেআর/এমআইএইচএস/জেআইএম
Advertisement