লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায়ের অভিযোগে স্মারকলিপি দিয়েছেন মালিকদের একাংশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেন তারা।
Advertisement
স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, জেলা ট্রাক, লরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির নামে প্রতিটি ট্রাক থেকে ৩০ টাকার রশিদে ১৫০ টাকা আদায় করা হচ্ছে। কেউ আপত্তি জানালে চালক কিংবা মালিককে আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের মতো ঘটনাও ঘটছে।
৫ মে সন্ধ্যায় এমন এক ঘটনায় ট্রাক মালিক আব্দুস সালেককে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজি চলছে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। সংগঠনের সভাপতিকে সাতদিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
আরএইচ/জেআইএম