জাতীয়

প্রসূতি নারীকে নিয়ে আসছিলেন হাসপাতালে, বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

প্রসূতি নারীকে নিয়ে আসছিলেন হাসপাতালে, বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

মুন্সিগঞ্জের নিমতলায় এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আফসানা আক্তার (২০), মো. বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০) ও অ্যাম্বুলেন্সচালক মো. মাহবুব হোসেন (৪০)। নিহত আরেক নরীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

নিহতদের মধ্যে সামাদ ফকির ও আফসানা আক্তার বাবা-মেয়ে। সামাদ ফকির মাদারীপুরের ধূপখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটরা ঘটে। এতে পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনচুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি, হাঁসফাঁস জনজীবনমহাসড়কে তিন চাকার দাপট, সিরাজগঞ্জে দুই মাসে নিহত ২০

প্রসূতি নারীর আত্মীয় স্বর্ণা আক্তার বলেন, আমরা মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে প্রসূতি নারীকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে আসছিলাম। পথে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এসময় অ্যাম্বুলেন্স থেকে আমাদের কিছু লোক নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন।

Advertisement

এসময় দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন মারা যান। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় নিহত আরেক নারীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম

Advertisement