মেহেরপুরে বোম্বাই ও স্থানীয় জাতের আম সংগ্রহ এবং বাজারজাত শুরু হচ্ছে ১৫ মে থেকে। আর ২২ মে থেকে শুরু হবে হিমসাগর সংগ্রহ। এছাড়া ল্যাংড়া ৭ জুন, মল্লিকা ১০ জুন, আম্রপালি ১৭ জুন ও ফজলি ২৩ জুন সংগ্রহ এবং বাজারজাত করতে হবে।
Advertisement
নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসময় নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
তিনি বলেন, গুণমান ঠিক রাখতে নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সবার পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন ও বাজারজাতের তারিখ নির্ধারণ হয়েছে। এর ব্যতিক্রম হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বলেন, সময় নির্ধারণের সময় আম বাগান মালিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Advertisement
আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম