বিনোদন

এ নিয়ে তিনবার স্থগিত, হচ্ছে না চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন

এ নিয়ে তিনবার স্থগিত, হচ্ছে না চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন

গত বছরের শেষ দিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেদিন তা হয়নি। নতুন তারিখ ছিল গত ১০ জানুয়ারি। এদিনও ভোট গ্রহণ হয়নি। এতে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা সম্ভব হয়নি।

Advertisement

দ্বিতীয় দফায় স্থগিতাদেশ শেষে কথা ছিল ৯ মে শুক্রবার নির্বাচন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, আদালতের নিষেধাজ্ঞায় আবারও স্থগিত হলো চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন।

দেশের চলচ্চিত্রের পিতৃতুল সংগঠন হিসেবে গণ্য করা হয় পরিচালকদের সমিতিকে। এমন একটি সৃষ্টিশীল সংগঠনে কি এমন সমস্যা? কেন বারবার আটকে যাচ্ছে নির্বাচন- সেই প্রশ্ন উঠছে বেশ জোরেশোরেই।

এর আগে দ্বিতীয় দফা স্থগিতাদেশ আসার সময় পরিচালক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে নানান রকম কথা শোনা গিয়েছিল। একটি পক্ষের দাবি, কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যায়নি। আরেকটি পক্ষ বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চলচ্চিত্র পরিচালক বলেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে।

Advertisement

কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে আপত্তি উঠায় পরিচালকরা নতুন নেতৃত্বের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করবেন। সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরিচালকরা ব্যস্ত ছিলেন প্রচারণায়। কিন্তু নির্বাচনের ঠিক আগেরদিন এলো স্থগিতাদেশ।

বিষয়টি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে বেশ হতাশার জন্ম দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)। এই প্যানেলে কার্যকরী সদস্যপদে প্রার্থী হয়েছেন যথাক্রমে শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন ও আতিকুর রহমান লাভলু।

অন্য প্যানেলে চলতি দায়িত্বে থাকা টানা দুবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

Advertisement

এমআই/এলআইএ/জেআইএম