রাজনীতি

এনসিপির ‘স্বাস্থ্য উইং’ প্রস্তুতি কমিটি গঠন

এনসিপির ‘স্বাস্থ্য উইং’ প্রস্তুতি কমিটি গঠন

প্রাথমিক স্বাস্থ্যসেবা, সার্বজনীন স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণসহ বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

বুধবার (৭ মে) দলটির যুগ্ম সদস্য সচিব সালাহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির উদ্যোগে একটি স্বতন্ত্র স্বাস্থ্য সংগঠন গঠনের লক্ষ্যে ‘স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি’ গঠিত হচ্ছে। যার লক্ষ্য একটি বৈষম্যহীন, সার্বজনীন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।

এ উইং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতের ডাক্তার ও স্বাস্থ্যখাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, বাধ্যতামূলক রেফারেল সিস্টেম চালু, সার্বজনীন স্বাস্থ্য-বীমা নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় ই-হেলথ সিস্টেম গঠনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমতা প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি, দেশকে স্বাস্থ্যসেবায় আত্মনির্ভর করে গড়ে তোলার মাধ্যমে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমিয়ে বাংলাদেশমুখী স্বাস্থ্যসেবার পথ তৈরি করাই হবে এ উইংয়ের অন্যতম উদ্দেশ্য।

Advertisement

আরও পড়ুন এনসিপির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে ‘স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি’ গঠিত হয়েছে। ডা. আব্দুল আহাদের নেতৃত্বে ৪৩ সদস্যদের ওই কমিটিতে এনসিপির ডা. তাসনিম জারা, ডা. তাজনূভা জাবীন, ডা. মাহমুদা আলম মিতু, ডা. হুমায়ুন কবির হিমু, ডা. মাহফুজ আলমসহ অনেকে ঠাঁই পেয়েছেন। তারা স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মতো সংগঠন দাঁড় করাবেন।

এসইউজে/এমএএইচ/এএসএম