দেশজুড়ে

দিনাজপুরে বিআরটিএ অফিসে অভিযান, ২ জনের কারাদণ্ড

দিনাজপুরে বিআরটিএ অফিসে অভিযান, ২ জনের কারাদণ্ড

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দিনাজপুর অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

এসময় সেখানে দুটি কম্পিউটার দোকান মালিককে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিআরটিএর অফিস ও আশপাশের কয়েকটি কম্পিউটারের দোকান অভিযান শুরু করে দুদক। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন ফাতেমা কম্পিউটারের আবেদিন হাসান (৩০) ও ফারুক কম্পিউটারের মালিক মুন্না ইসলাম (৩৫)। তাদের কাছ বিআরটিএর মোটরযান অফিসের সিলযুক্ত আবেদনের নথি পাওয়া যায়। তাদের দুজনকে চারদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, আমরা ছয়জন সিভিল পোশাকে পর্যবেক্ষণ করি। গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস প্রদানে গ্রাহকদের কাছে অতিরিক্ত ফি আদায় করা হয়। এ বিষয়ে আমরা বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলি। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে নিশ্চিত হই।

বিআরটিএর মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, কম্পিউটারের দোকানগুলোতে আবেদনকারীর সিলমোহর যুক্ত আবেদনের নথি পাওয়া গেছে। যেগুলো কোনো ক্রমেই এখানে থাকার কথা না। আমরা দালালমুক্ত বিআরটিএ ভবন রাখার সব প্রকার নির্দেশনা পালন করবো।

এমদাদুল হক মিলন/জেডএইচ/এএসএম

Advertisement