জাতীয়

হাজার কোটি টাকার সার লোপাট, আসামি সাবেক এমপি পোটনসহ ৫

হাজার কোটি টাকার সার লোপাট, আসামি সাবেক এমপি পোটনসহ ৫

বাফার গুদামে সার সরবরাহ না করে এক হাজার ৮৪ কোটি এক লাখ ৯ হাজার ৪১০ টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান (পোটন)-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

মামলায় পোটনের মালিকানাধীন মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে আমদানিকৃত এক লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

Advertisement

৫৮২ কোটি টাকার সার লোপাট, দুদকের জালে সাবেক এমপি পোটন৭২ হাজার টন সার আত্মসাৎ, সাবেক এমপি পোটনের নথি চেয়ে ব্যাংকে চিঠি

বুধবার (৭ মে) দুদকের একজন উপপরিচালক জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন (নিপু), মো. নাজমুল আলম (বাদল), উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন এবং প্রতিনিধি (খুলনা ও নওয়াপাড়া) মো. আতাউর রহমান।

মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বিদেশ থেকে আমদানিকৃত এমওপি, টিএসপি এবং ডিএপি সার সরবরাহের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিসিভার্স ও স্থানীয় পরিবহন ঠিকাদার হিসেবে আটটি জাহাজের সার সরবরাহের জন্য কতিপয় শর্ত সাপেক্ষে মেসার্স পোটন ট্রেডার্সের সঙ্গে চুক্তি হয়।

চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তিকৃত বাফার গুদামে বরাদ্দকৃত সার সরবরাহ না করে এক লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার একে অন্যের সহযোগিতায় অন্যত্র বিক্রি করে। যার বাজারমূল্য এক হাজার ৮৪ কোটি এক লাখ ৯ হাজার ৩১০ টাকা। কিন্তু আত্মসাৎকৃত সার ট্রানজিটে রয়েছে বলে বিএডিসিকে মিথ্যা তথ্য দেয় মেসার্স পোটন ট্রেডার্স।

Advertisement

এসএম/এমকেআর/জেআইএম