রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বজনদের আপত্তির মুখে শহীদ সাগরের মরদেহ উত্তোলন স্থগিত করেছে প্রশাসন। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের নির্দেশে মরদেহে উত্তোলনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
Advertisement
সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে নিহত হন। পরে তাকে উপজেলার বিলটাকাপোড়া কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, আদালতের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে মরদেহ উত্তোলনের জন্য গেলে শহীদের বাবা মোয়াজ্জেম হোসেন কাগজপত্রাদি উপস্থাপন করে আপত্তি জানান। পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন চেয়ে মরদেহ উত্তোলন না করে ফিরে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মামলার তদন্তকারী কর্মকর্তা।
এর আগে মীরপুর মডেল থানায় ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি নিহত শহীদ সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। যার প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত কবর থেকে সাগরের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।
Advertisement
মামলার বাদী সাইফুল ইসলাম জানান, ছাত্র আন্দোলনে যোগ দিয়ে তার ভাই সাগর ১৯ জুলাই মীরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাগর কিভাবে মারা গেছে তা রাজবাড়ী জেলাসহ পুরো দেশবাসী জানে। ফলে মরদেহ নতুন করে তোলার কিছু নাই। তাই মরদেহ যেন না তোলা হয় এবং তার ভাইসহ অন্যান্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শহীদ সাগরের বাবা কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, বেশ কিছুদিন ধরে শুনে আসছি সাগরের মরদেহ কবর থেকে তোলা হবে। কিন্তু তিনিসহ পরিবারের সবাই তা চান না।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, শহীদ সাগরের পরিবার চায় না মরদেহ উত্তোলন করা হোক। তাদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে লিখিত আবেদন চাওয়া হয়েছে। লিখিত পেলে সেটি প্রতিবেদন আকারে পাঠানো হবে।
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম
Advertisement