রাজনীতি

মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

Advertisement

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডা. জুবাইদা রহমান গুলশানে তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে ছিলেন। পরবর্তীতে তার গাড়ি নিয়ে ফিরোজা ভিলা ত্যাগ করেন জুবাইদা রহমান। মায়ের সঙ্গে দেখা করে তার বাবার ধানমন্ডির বাসা মাহবুব ভবনে যাবেন তিনি।

আরও পড়ুন ডা. জুবাইদা রহমানকে বরণে প্রস্তুত ‘মাহবুব ভবন’ তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: ডা. জাহিদ

এর আগে বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জুবাইদা রহমান তার মাকে দেখতে হাসপাতালে যাবেন।

Advertisement

দীর্ঘ ১৭ বছর পর সকালে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছান তিনি। দুপুর ১টা ১৫ মিনিটে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা।

কেএইচ/এএমএ/এএসএম