ময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
Advertisement
রোববার (৪ মে) ও সোমবার (৫ মে) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম সই করা চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।
সোমবার বদলি হওয়া ওসিরা হলেন, কোতোয়ালী মডেল থানার মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার মো. শামছুল হুদা খান ও নান্দাইল থানার ফরিদ আহমেদ। এর মধ্যে শফিকুল ইসলাম খান, মির্জা মাজহারুল আনোয়ার ও মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
আগেরদিন রোববার হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন ও মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
Advertisement
সোমবার রাতে ওসিদের বদলির বিষয়টি প্রকাশ হলে তাৎক্ষণিকভাবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বদলিকৃত ওসিদের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন অনেকে।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের মোবাইল নম্বরে কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, বতর্মান পুলিশ সুপার যোগদান করার পর থেকে জেলার ওসিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিলেন। এরপর নবনিযুক্ত ডিআইজিও বিষয়টি নজরে নিয়ে জনস্বার্থে এই ওসিদের বদলির প্রস্তাব প্রেরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি থানায় গ্রেফতার বাণিজ্যসহ পুলিশি সেবা প্রদানে আর্থিক লেনদেনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি এক থানার ওসি একাধিক মিডিয়ায় খবরের শিরোনাম হয়েছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে জনস্বার্থে পুলিশের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব ওসিদের বদলির আদেশ করা হয়েছে। এতে কর্তব্যরত অন্য কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে আরও বেশি সচেতন হবে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস