দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১০টায় তাকে বহন করা ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
Advertisement
এদিকে খালেদা জিয়ার দেশে ফিরা উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানবন্দরের ৮ নম্বর ফটক দিয়ে গাড়ি যোগে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন তিনি।
সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর সমন্বয়ে কয়েকস্তর নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। এ ফটকের সামনে বিএনপির দলীয় নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও বিমান ও সিভি এভিয়েশনের বিএনপিপন্থি কর্মচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন‘ফিরোজার’ নিরাপত্তায় সেনাবাহিনীনিরাপত্তার চাদরে মোড়া থাকবে শাহজালাল বিমানবন্দর থেকে ফিরোজাবিমানবন্দরে বাড়তি নিরাপত্তা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় শ্রেণির কর্মচারী আলী হোসেন বলেন, বেগম জিয়ার নিরাপত্তার কথা বিবেচনায় বিমানবন্দর সীমানার দলীয় নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। এখন বিমান এবং সিভি এভিয়েশনের কর্মচারীরা ৮ নম্বর ফটকের সামনে অবস্থান নিয়েছেন। তারা দলীয় স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।
Advertisement
খালেদা জিয়ার পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফেরার খবর বিশেষমাত্রা যোগ করেছে বলে জানান গাজীপুর থেকে আগত বিএনপিকর্মী আফজাল। তিনি বলেন, খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা শাহজালাল বিমানবন্দরে আসছেন। ফলে বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতাকর্মীদের পদচারণায় ভরে উঠেছে।
এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি এবং অনেক যাত্রী ফ্লাইট মিস করার আশঙ্কা করছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ও দেশবিদেশের এয়ারলাইন্সগুলো। এ জন্য তারা ফ্লাইট নির্ধারিত সময় বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০মিনিট এর মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এতে ফ্লাইট মিসের সম্ভাবনা কম হবে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে কথা বলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএমএ/এমএএইচ/জেআইএম
Advertisement