রাজধানীর সূত্রাপুর থানাধীন ভিক্টরিয়া পার্কের সামনে দুই বাসের চাপায় আজমেরী গ্লোরী পরিবহনের কন্ডাক্টর নিহত হয়েছেন। তার নাম বেলায়েত হোসেন (৪০)।
Advertisement
সোমবার (৫ মে) রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলায়েত হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া ইসমাইল রশিদ জানান, ভিক্টোরিয়া পার্কের সামনে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস মেরামত করার সময় বেলায়েত সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় অন্য একটি বাস সেখানে পার্কিং করতে গেলে তিনি দুই বাসের মাঝে চাপা পড়েন এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Advertisement
এ ঘটনায় পার্কিং করতে যাওয়া ঘাতক বাসটির চালক মানিক মিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম