জাতীয়

বেইলি রোডে আগুন লাগা ভবনের ছাদ থেকে ৩ জন জীবিত উদ্ধার

বেইলি রোডে আগুন লাগা ভবনের ছাদ থেকে ৩ জন জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডে আগুন লাগা ক্যাপিটাল সিরাজ সেন্টারের ছাদ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Advertisement

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

Advertisement

ওই সময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন রেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

টিটি/বিএ/এমএস