যেসব পাখি আকাশে উড়ে বেড়ায়, হিংস্র নয় ও গোশত খাওয়া হালাল যেমন চড়ুই, টুনটুনি, কবুতর ইত্যাদি, এসব পাখির বিষ্ঠা পাক। তাই এসব পাখির বিষ্ঠা শরীর বা কাপড়ে পড়লেও শরীর বা কাপড় অপবিত্র হবে না।
Advertisement
আর কাক ও চিলের মতো যেসব পাখি হিংস্র ও গোশত খাওয়া হারাম, সেগুলোর বিষ্ঠা নাপাক। এসব পাখির বিষ্ঠা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যাবে এবং এটা যথা নিয়মে পবিত্র করতে হবে।
কাক, চিল ইত্যাদি সব হারাম পাখির বিষ্ঠা নাজাসতে খফিফা বা হালকা নাপাকির অন্তর্ভুক্ত হওয়ায় শরীর বা কাপড়ে লাগলে যে অঙ্গে লেগেছে তার চার ভাগের এক ভাগের কম হলে ওই নাপাকিসহ নামাজ আদায় করলেও নামাজ হয়ে যাবে। আর পূর্ণ চার ভাগের এক ভাগ বা আরও বেশি হলে তা নিয়ে নামাজ শুদ্ধ হবে না। জামার হাতা, কলি, কাপড়ের আঁচল, পায়জামার দুই মুহুরীর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অঙ্গ বা অংশ বলে গণ্য হয়।
হাঁস-মুরগির বিষ্ঠা মানুষের মল-মুত্রের মতো নাজাসতে গলিজা বা গুরুতর নাপাকির অন্তর্ভুক্ত। তাই হাঁস-মুরগির বিষ্ঠা কাপড়ে বা শরীরে লাগলে তা ভালোভাবে ধুয়ে কাপড়-শরীর পবিত্র করতে হবে।
Advertisement
দেখা যায় না এমন নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়।
দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া উত্তম হলেও জরুরি নয়।
ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুলে কি তা পাক হবে?
যেসব ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয়ভাবে একটা পাইপ দিয়ে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, এরপর স্বয়ংক্রিয়ভাবে কাপড় ভালোভাবে নিংড়ে বা শুকিয়ে আবার ধোয়া যায়, সেসব ওয়াশিং মেশিনে কাপড় ভেতরে রেখে তিনবার ধুলে নাপাক কাপড় পাক হয়ে যাবে।
Advertisement
যেসব ওয়াশিং মেশিনে পানি স্বয়ংক্রিয়ভাবে বের হয় না বা কাপড় ভালো করে নিংড়ানো বা শুকানো যায় না, সেসব ওয়াশিং মেশিনে কাপড় পাক করার জন্য প্রতিবার ধোয়ার পর পানি বদলাতে হবে এবং কাপড় বের করে নিংড়াতে হবে। পানি বদলে ও ভালোভাবে নিংড়ে তিনবার ধুলে কাপড় পাক হয়ে যাবে।
দেখা যায় এমন নাপাকি যদি কাপড়ে লেগে থাকে তাহলে সেটা ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ধুয়ে ফেলাই ভালো। নাপাকিসহ ওয়াশিং মেশিনে দিলে পানির সাথে মিশে সেটা অদৃশ্য নাপাকিতে পরিণত হবে এবং যথানিয়মে তিনবার ধোয়া ছাড়া কাপড় পাক হবে না।
ওএফএফ/এএসএম