স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে। বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদ আপন গতিতেই এগিয়ে চলছে। রোববার (৪ মে) রাতে ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
Advertisement
এই জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৪ ম্যাচে ৭৫। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯। দুই দলের মধ্যে ৪ পয়েন্টের ব্যবধান। আগামী সপ্তাহে শেষ এল ক্ল্যাসিকোয় হয়তো শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে। লিগে দুই দলেরই ম্যাচ বাকি আছে আরও ৪টি করে।
রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। অন্য গোলটি করেন তরুণ তুর্কি আরদা গুলের। শেষ মুহূর্তে দুই গোল করেও রিয়ালের জয় কেড়ে নিতে পারেনি সেল্টা ভিগো।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মিডফিল্ডার ফেদে ভালভার্দে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয় পাওয়া। প্রধমার্ধ আমরা বেশ ভালো খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা খানিকটা ছন্দ হারিয়ে ফেলি। তারা এ সুযোগটা নেয় এবং আমাদের বিপদে ফেলে দেয়।
Advertisement
ম্যাচের প্রথম ঘণ্টা বেশ ভালো প্রভাব বিস্তার করে খেলেছে রিয়াল। ৩৩ তম মিনিটে আরদা গুলের প্রথম গোলের তালা খোলেন। লুকাস ভাসকুয়েজের সঙ্গে ওয়ান-টু করে বল আদান-প্রদান করে দারুণ এক শটে সেল্টা ভিগোর জালে বল জড়ান আরদা গুলের।
৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। জুদ বেলিংহ্যামের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে সেল্টা ভিগোর জাল কাঁপিয়ে দেন ফরাসি তারকা এমবাপে।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন। এবার তার গোলের জোগানদাতা ছিলেন আরদা গুলের। এ নিয়ে লা লিগায় ২৪ তম গোল করলেন এমবাপে। ২৫ গোল নিয়ে লা লিগার তালিকার শীর্ষে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি।
শেষ দিকে এসে ঘুরে দাঁড়ায় সেল্টা ভিগো। ৬৯ তম মিনিটে প্রথম গোল শোধ করেন জাভি রদ্রিগেজ। ৭৬তম মিনিটে আরও একটি গোল শোধ করেন উইলিয়ট সুয়েডবার্গ।
Advertisement
আইএইচএস/এএমএ