খেলাধুলা

শেষ ওয়ানডে ও প্রথম চার দিনের ম্যাচের দল ঘোষণা

শেষ ওয়ানডে ও প্রথম চার দিনের ম্যাচের দল ঘোষণা

নিউাজল্যান্ড ‘এ’ দলের সাথে তৃতীয় ওয়ানডে এবং প্রথম চার দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। রোববার (৪ মে) রাতে ঘোষিত স্কোয়াডে দুই দলের ব্যাটারদের তালিকা প্রায় এক।

Advertisement

নুরুল হাসান সোহানের নেতৃত্বে নাইম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অংকন, অমিত হাসান, নাইম হাসান, নাসুম আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ আছেন দুই দলেই।

সোমবার (৫ মে) সিলেটে বাংলাদেশ ‘এ’ দল ও সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম ওয়ানডে। ৭ ও ৯ মে বাকি দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। প্রথম দুটি ওয়ানডে হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেট আউটার স্টেডিয়ামে।

প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৪ মে। সেটিও হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ ‘এ’ দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে। শুরু হবে ২১ মে।

Advertisement

বাংলাদেশ ‘এ’ দলের ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন-

নাইম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অংকন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আমিত হাসান, হাসান মুরাদ, নাইম হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ এনামুল হক ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের জন্য ‘এ’ দল-

নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মাকিদুল ইসলাম মুগ্ধ, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।

Advertisement

এআরবি/আইএইচএস/এএমএ