রাজনীতি

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জামায়াতের শোক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দলটি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ শোক জানান।

Advertisement

রোববার (৪ মে) শোকবাণীতে তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে সব দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একবারেই বিরল। আমাদের জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারও সন্তুষ্টি-অসন্তুষ্টির পরওয়া করতেন না। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা দিয়েছেন।

আরও পড়ুন

মারা গেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল বলেন, মজলুমদের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমরা তাকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবক হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মতো একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থি আইনজীবীর বড়ই প্রয়োজন। তার মৃত্যুতে আমরা আমাদের অতি আপনজন হারানোর বেদনা অনুভব করছি। আল্লাহ তার এ শূন্যতা পূরণ করে দিন।

Advertisement

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনা করে তারা বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করছি যে, তিনি তার জীবনের গুনাহসমূহ মাফ করে দিন। তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন।

এসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াত নেতারা।

এএএম/কেএসআর/এমএস

Advertisement