‘জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২’ পর্যালোচনা করে সংশোধনের জন্য কমিটি গঠন করেছে সরকার। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
Advertisement
এ কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
আরও পড়ুনবাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা চালুএবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখকমিটি জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য সুপারিশ দেবে।
Advertisement
প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে কমিটি। এছাড়া প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরএমএম/কেএসআর/জেআইএম