পানি সংকট, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি এখন তিস্তা রক্ষা। সেই দাবিকে ঘিরেই রংপুরে হচ্ছে ‘তিস্তা বাঁচাও পদযাত্রা’। জনস্রোত নেমেছে সব শ্রেণিপেশার মানুষের।
Advertisement
রোববার (৪ মে) রংপুর শাপলা চত্বরে দুপুর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক সংগঠন, শ্রমজীবী মানুষ, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পদযাত্রাটিকে এক গণআন্দোলনে রূপ দেয়। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে রংপুর।
পদযাত্রায় কুড়িগ্রামের উলিপুর থেকে আসা কৃষক রফিকুল ইসলাম বলেন, পানির অভাবে চাষাবাদ দিনদিন অনিশ্চিত হয়ে পড়ছে। তিস্তা শুকিয়ে গেলে আমাদের ভবিষ্যৎও শুকিয়ে যাবে।
লালমনিরহাট থেকে আসা সাব্বির বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকা আজ হুমকির মুখে। অবিলম্বে তিস্তা নদী পুনঃখনন, আন্তঃদেশীয় পানি চুক্তির বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই নদী ব্যবস্থাপনার দাবি জানাই। প্রতি বছর আমরা বর্ষায় বন্যায় ভাসি, আর শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করি। এটি কোনোভাবেই সহনীয় নয়। তিস্তা শুধু নদী নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ।
Advertisement
জিতু কবীর/জেডএইচ/এমএস