বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চার মাসের চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকায় ফিরছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে রওয়ানা হবেন এবং সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
Advertisement
এ উপলক্ষে রাজধানীজুড়ে নেতাকর্মীদের অবস্থান নির্ধারণ করে দিয়েছে দলটি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ পরিকল্পনার বিস্তারিত জানান।
আরও পড়ুন:
Advertisement
দলের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ণাঢ্য হলেও নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ হবে এই অভ্যর্থনা। তবে নেতাকর্মীদের বিমানবন্দর ও চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। রাস্তার এক পাশে দলীয় ও জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন সবাই।
কে কোথায় থাকবেবিএনপির নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, অভ্যর্থনা রুটে বিভিন্ন সংগঠনের অবস্থান নির্ধারণ করা হয়েছে।
মহানগর উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্তছাত্রদল: লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেতযুবদল: খিলক্ষেত থেকে হোটেল রেডিসনমহানগর দক্ষিণ বিএনপি: হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়ামস্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থানকৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড়শ্রমিক দল: কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেলওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল: শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজারমুক্তিযোদ্ধা দল ও পেশাজীবী সংগঠনসমূহ: বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২মহিলা দল ও জাতীয় নির্বাহী কমিটির নেতারা: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত
এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা তাদের সুবিধামতো অবস্থানে থাকবেন।
Advertisement
কেএইচ/এমএইচআর/এমএস