ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তরে ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুসের গোপন মিশন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
Advertisement
গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। রোববার (৪ মে) আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, গত ২৯ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ দৃষ্টে নিম্নস্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, জি.আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কতিপয় কর্মকর্তা ঘুস গ্রহণ করেন। এছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুস আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক বলে নিম্ন স্বাক্ষরকারী মনে করে।
আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগসমূহ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।
Advertisement
এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয় আদেশে।
এমআইএন/এমকেআর/এএসএম