সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪তম বারের মতো জয় পেয়েছে দেশটির শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মাধ্যমে টানা ৬০ বছরের শাসন আরও দীর্ঘায়িত করল দলটি, যা ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগ থেকেই ক্ষমতায় রয়েছে।
Advertisement
শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে পিএপি। স্থানীয় গণমাধ্যম বলছে, দলটি এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পায়, যা ২০২০ সালের ৬৪ দশমিক ২ শতাংশ থেকে কিছুটা বেশি।
এই বিজয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি জনগণের আস্থা ও সমর্থনকে নির্দেশ করে। গত বছর ওং চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি লি হসিং লুংয়ের স্থলাভিষিক্ত হন, যিনি দুই দশক ধরে প্রধানমন্ত্রী ছিলেন ও আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইয়েওয়ের পুত্র।
এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন ধরে রেখেছে, যা সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের সর্বোচ্চ আসন ধরে রাখার নজির।
Advertisement
সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও বাসস্থান বড় ইস্যু ছিল। প্রধানমন্ত্রী ওংয়ের সরকারকে সামনে অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
এসএএইচ
Advertisement