সানজানা রহমান যুথী
Advertisement
আজকের তথ্যবহুল ও প্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকতা শুধুমাত্র খবর সংগ্রহ বা পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন একাধারে ক্ষমতা ও দায়িত্বের পেশা, যেখানে শব্দ হয়ে ওঠে হাতিয়ার, আর কলম হয় প্রতিবাদের প্রতিচ্ছবি। সমাজে একজন সাংবাদিকের ভূমিকা ঠিক ততটাই যতটা একজন শিক্ষকের ভূমিকা তার ছাত্রের প্রতি। কেননা সাংবাদিকদের মাধ্যমেই সকালে ঘুম থেকে উঠা এবং রাতে ঘুমাতে যাওয়া অবধি মানুষ জানতে পারে সারাদেশে কী ঘটছে। কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা পেশা হিসেবে কতটা সম্ভাবনাময়?
পেশা হিসেবে সাংবাদিকতা
সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, অভিজ্ঞতা আর শেখার সুযোগ থাকে। সংবাদপত্র, স্মরণিকা, সাময়িকী, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, রেডিও, ম্যাগাজিন—সবক্ষেত্রেই সাংবাদিকদের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে অনলাইন সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে বহুগুণে। একজন ভালো লেখক বা অনুসন্ধানী রিপোর্টার খুব সহজেই নিজের অবস্থান তৈরি করতে পারেন।
Advertisement
সম্ভাবনার দিগন্ত
বাংলাদেশে সংবাদমাধ্যমের প্রসার আশাব্যঞ্জক। শত শত টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তরুণদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম, রিপোর্টিং ফেলোশিপ এবং মিডিয়া হাউজে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করার সুযোগও তৈরি হচ্ছে যোগ্যতা ও ইংরেজি দক্ষতা থাকলে।
বিশেষ করে ভিডিও সাংবাদিকতা, ডেটা জার্নালিজম, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশনে দক্ষতা থাকলে আয় ও পরিচিতি দুটিই অর্জন করা সম্ভব। ফ্রিল্যান্স সাংবাদিকতা বা ইউটিউব নিউজ চ্যানেল চালিয়েও এখন ক্যারিয়ার গড়া সম্ভব। আবার সাংবাদিকতায় অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে প্রবেশ করতে পারলেও একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়া সহজ।
যারা এই পেশায় আসতে পারেন
Advertisement
যারা কৌতূহলী, নির্ভীক, লিখতে ভালোবাসেন এবং মানুষের কথা তুলে ধরার আগ্রহ রাখেন, তাদের জন্য এই পেশা হতে পারে এক রোমাঞ্চকর পথ। ভালো ভাষাজ্ঞান, তথ্য যাচাইয়ের দক্ষতা, ফ্যাক্ট চেকিং এবং প্রযুক্তিগত জ্ঞান থাকলে সাংবাদিকতায় সফলতা অর্জন করা সহজ হয়।
যে কোনো পরিস্থিতি অথবা ঘটনায় মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরতে পারার কাজে যারা আনন্দ পান, তারাই দীর্ঘদিন এই পেশায় থাকতে পারবেন। মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরাই তাদের কাজের অনুপ্রেরণা হবে।
সাংবাদিকতা পেশা হিসেবে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি সম্ভাবনায় ভরপুর। যারা সৎ থেকে সত্য বলার সাহস রাখেন, পরিবর্তন আনতে চান এবং মানুষের জন্য কাজ করতে আগ্রহী, তাদের জন্য সাংবাদিকতা নিঃসন্দেহে একটি চমৎকার পেশা হতে পারে। প্রয়োজন শুধু নিষ্ঠা, ধৈর্য এবং সাহসের।
এমআইএইচ