অমর একুশে বইমেলায় ১০০ বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে সম্মাননা পেলেন এম সাফাক হোসেন। বরাবরের মতো পালক পাবলিশার্স বইমেলার শেষদিনে তরুণ লেখক ও সম্পৃক্তদের উৎসাহিত করার জন্য সম্মাননা দিয়ে থাকে। এবার প্রথমবারের মতো প্রচ্ছদ ও অঙ্কনের জন্য সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন পানিসম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ ইমেরিটাস প্রফেসর ডা. আইনুন নিশাত।
Advertisement
গত ১৪ বছর ধরে এম সাফাক হোসেন বইমেলার নতুন বইয়ের প্রচ্ছদ ও অঙ্কনের সাথে জড়িত। ২০২৫ সাল পর্যন্ত বইমেলা উপলক্ষে তিনি ১০৪টি বইয়ের প্রচ্ছদ অঙ্কন করেন। তাছাড়া তিনিও তরুণ লেখক হিসেবে ৫টি বই লিখেছেন।
আরও পড়ুন জলের ফুল: নির্ভেজাল আকুতিভরা কবিতা আট বছর পর কবি রহমান হেনরীর বই ‘অর্ধশতদল’তিনি গবেষণামূলক কিছু বই আগামী মেলার জন্য লিখছেন। যা তরুণ সমাজের মোটিভেশন, স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। তিনি কর্মজীবনে একজন একাডেমিশিয়ান, প্রাইভেট ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে শিক্ষকতা করছেন। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখেন।
নতুন প্রজন্মকে বইমেলার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে শুধু বই লেখাই নয়, ডিজাইনার হিসেবেও উৎসাহ দেওয়ার এ উদ্যোগ গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন পালক পাবলিশার্সের মালিক ছড়াকার ও লেখক ফরকান আহমেদ। ৩৫ বছরের বেশি সময় ধরে তার প্রতিষ্ঠান প্রায় ৫০ লাখেরও বেশি বই মুদ্রণ ও ৫ হাজারের মতো লেখকের নতুন বই প্রকাশ করেছেন।
Advertisement
এসইউ/এএসএম