সাংবাদিক ও কালের কণ্ঠের বার্তা সম্পাদক ফারুক মেহেদীর লেখা কলামসমগ্র নিয়ে ‘এক মেন্যুতেই লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইমেলার সমাপনী দিনে প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
Advertisement
এতে প্রধান অতিথি ছিলেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও বারিধারা ডিওএইচএস পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
প্রধান অতিথি জীবন কানাই দাস বলেন, ‘সাংবাদিক ফারুক মেহেদী চ্যানেল২৪-এ আমার সাবেক সহকর্মী ছিলেন। তার সঙ্গে আমার জানাশোনা প্রায় এক দশকের। গ্রন্থটি ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা নিবন্ধের সংকলন।’
আরও পড়ুন এবার মোট প্রকাশ হলো ৩ হাজার ২৯৯ নতুন বই এক স্বপ্নবাজ লেখকের অগ্রযাত্রাতিনি বলেন, ‘এসব লেখায় তিনি মূলত সমসাময়িক অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ইস্যুগুলো আমাদের সমাজে, পরিবারে ও মানুষের মধ্যে কী প্রভাব ফেলে; তা তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি, এ বৈচিত্র্যময় লেখার কলামসমগ্র পাঠককে সমৃদ্ধ করবে।’
Advertisement
লেখক ফারুক মেহেদী বলেন, ‘বেশিরভাগ লেখাই দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত উপসম্পাদকীয়ের সংকলন। এসব লেখা মূলত ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে। ওই সময় করোনা মহামারি মানুষের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। তখনকার সমকালীন অর্থনীতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ও সমাজে প্রভাব বিস্তার করে। এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক পার্থ সারথি দাস, কবি ও লেখক সাইফুল ইসলাম এবং প্রকাশক মিঠু কবির।
এসইউ/এএসএম
Advertisement