আন্তর্জাতিক

গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?

গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?

ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১ হাজার ২৪ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

Advertisement

এক বিবৃতিতে গুজরাট সরকার বলেছে, সারারাত চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে ১ হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে, যারা অবৈধভাবে বসবাস করছিল।

আরও পড়ুন>>

না জানিয়েই নদীর পানি ছাড়লো ভারত, আজাদ কাশ্মীরে সতর্কতা ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে ভারত-পাকিস্তান উত্তেজনা, পক্ষ না নিয়ে যা বললেন ট্রাম্প

বাকি আরও যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন, তাদের স্বেচ্ছায় আত্মসমপর্ণের জন্য দুদিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

Advertisement

গুজরাট সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

যদিও আটক ব্যক্তিদের পরিচয় কীভাবে নিশ্চিত হওয়া গেছে, তা জানানো হয়নি ওই বিবৃতিতে।

আহমেদাবাদ পুলিশের কাছে বিবিসি গুজরাটের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, আটক ব্যক্তিরা যে বাংলাদেশি নাগরিক, তা পুলিশ কীভাবে নিশ্চিত হয়েছে?

এই প্রশ্নের জবাবে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শরদ সিংঘাল বলেন, তাদের পরিচয়পত্র কোথা থেকে এসেছে, তাদের জন্ম কোথায় হয়েছে, তাদের পিতা-মাতা কোথায় আছে, সেসব তথ্য যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

Advertisement

পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পরিচয়পত্র তৈরি করে, এমন একটি চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিবিসি বাংলাকেএএ/