গেল কয়েকদিন ধরে ঘরোয়া ক্রিকেটের ‘হট কেক’ তাওহিদ হৃদয়। বারবার গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটারকে নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই।
Advertisement
গতকাল শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ বলে জিতে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে মোহামেডান। এই ম্যাচে আউট হওয়ার পর বিরক্তি প্রকাশ করে আবারও আলোচনায় আসেন হৃদয়। যে কারণে তাকে শাস্তিও পেতে হয়।
শনিবার ৫৪ বলে ৩৭ রান করে গাজী গ্রুপের লেগস্পিনার ওয়াসি সিদ্দিকীর বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ হন হৃদয়। এরপর বিরক্তি প্রকাশ করে কিছু একটা বলতে দেখা যায় ডানহাতি ব্যাটারকে।
এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। হৃদয়ের নামের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
Advertisement
এদিকে গুঞ্জন উঠেছে, হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি। বিষয়টি জানার জন্য ম্যাচ রেফারি আখতার আহমেদের সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। এই প্রতিবেদকের সঙ্গে আলাপে নিজের দিক থেকে স্পষ্ট করেন আখতার আহমেদ। জানান, তিনি হৃদয়কে কোনো নিষেধাজ্ঞা দেননি।
রোববার সকালে জাগো নিউজকে আখতার আহমেদ বলেন, ‘আমি তাওহিদ হৃদয়কে দুটি শাস্তি দিয়েছি। প্রথমটি হলো- ১০ হাজার টাকা জরিমানা। আর দ্বিতীয়টি হলো- এক ডিমেরিট পয়েন্ট। আর এক ডিমেরিট পয়েন্টে নিষিদ্ধ হয় না। তবে যদি আগে থেকেই ডিমেরিট পয়েন্ট থেকে, তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে সিসিডিএম সিদ্ধান্ত নেবে কী করা যায়।’
উল্লেখ্য, হৃদয়ের নামের পাশে আগে থেকেই ৭টি ডিমেরিট পয়েন্ট ছিল। নতুন করে শাস্তি পাওয়ার পর মোট ডিমেরিটের সংখ্যা হয়েছে ৮। নিয়ম অনুযায়ী, হৃদয়ের অন্তত চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা। তবে এখন পর্যন্ত সিসিডিএমের সিদ্ধান্ত জানা যায়নি।
এআরবি/এমএইচ/
Advertisement