গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ।
Advertisement
আটক শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরনের মেয়ে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জসুদাকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়দেবপুর থানা এলাকায় একটি মিছিলে হামলায় শিশু পঙ্গু হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি। তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রীর হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে ঝুটের ব্যবসা করতেন।
Advertisement
ওসি আব্দুল হালীম বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়নগঞ্জের মেয়র আইভী গ্রেফতারের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর ও শ্রমিকদেরকে উসকানি দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য আমাদের কাছে আছে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার মামলায় আদালতে তাকে হাজির করবো। পরে তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস
Advertisement