দেশজুড়ে

সাতক্ষীরায় বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরায় বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও চুনকুড়ি গ্রামসহ পার্শ্ববর্তী ১০ থেকে ১৫টি গ্রামের হাজারো মানুষ। স্থানীয়দের মাঝে বিরাজ করছে প্লাবন আতঙ্ক।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৬০ থেকে ৭০ মিটার অংশে ফাটল দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান। সহায়-সম্পত্তির ক্ষতির আশঙ্কায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয়।

স্থানীয়রা আরও জানান, শুষ্ক মৌসুমে বাঁধে ফাটলের ঘটনায় তাঁরা আতঙ্কিত।

Advertisement

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জাগো নিউজকে বলেন, এর আগেও একই স্থানে ফাটল দেখা দিয়েছিল। তখন থেকে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানানো হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বাঁধ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানো যায়।

এদিকে উপকূল রক্ষা বেড়িবাঁধে ফাটলের খবর শুনে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার প্রিন্স রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সিংহড়তলী এলাকার ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জাগো নিউজকে বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধের ফাটল দেখা দেওয়া অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। রোববারের মধ্যে কাজ শেষ হবে।

এসময় ইউএনও রনী খাতুন বলেন জাগো নিউজকে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা আহ্বান জানান।

Advertisement

আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম