রাজনীতি

তারুণ্যের সমাবেশ সামনে রেখে সভা, সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

তারুণ্যের সমাবেশ সামনে রেখে সভা, সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আগামী ২৮ মে ঢাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে প্রস্তুতি সভা করেছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ও এর অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার (১৪ মে) দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এ প্রস্তুতি সভা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রায় দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Advertisement

সভা শেষে ছাত্রদল নেতা সাম্য আহমেদের হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টনের ভিআইপি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সভায় অংশ নেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু ও সদস্য সচিব তানভীর আলম রবিন, যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন ও সদস্য সচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি সোহাগ ভূঁইয়া এবং দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।

দলীয় সূত্র বলছে, ২৮ মের সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে ঢাকা মহানগরের নেতারা ধারাবাহিক প্রস্তুতি নিচ্ছেন। আজকের সভা ছিল সেই প্রস্তুতির অংশ।

Advertisement

কেএইচ/এমআইএইচএস/জেআইএম