মিশরে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে দেশটির সরকার। সম্প্রতি ঢাকাস্থ ইজিপ্ট এয়ারের এক পরিপত্রে জানানো হয়, এখন থেকে মিশর ভ্রমণের জন্য ‘ওকে টু বোর্ড’ এ অন-অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না ও ইজিপ্ট এয়ার কোনো যাত্রীকে বোর্ডিং অনুমতি দেবে না।
Advertisement
২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে এক বছরের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা দিয়েছিল মিশর। তার মেয়াদ শেষ হওয়ার আগেই ফের দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধপত্র পাঠায় বাংলাদেশ দূতাবাস।
এরই পরিপ্রেক্ষিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া সরকারি এক পরিপত্রে কায়রোতে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গত বছর করা শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসার চুক্তিটি বলবৎ থাকবে।
২০২৩ সালের ১৪ মে থেকে সরাসরি কায়রো-ঢাকা-কায়রো ইজিপ্ট এয়ার ফ্লাইট চালুর পর বাংলাদেশ থেকে মিশরে ঘুরতে ও অন্যান্য প্রয়োজনে আসার সুবিধার্থে ওকে-টু বোর্ড অন অ্যারাইভ্যাল চালু করে দেশটির সরকার, যা দিয়ে স্বল্প সময়ের মধ্যে সিলেক্টেড কয়েকটি এয়ারলাইন্স প্রদত্ত ‘ওকে টু বোর্ড’ নিয়ে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে মিশরে প্রবেশ করতে পারতেন বাংলাদেশিরা।
Advertisement
কিন্তু এই শর্তসাপেক্ষ এবং ওকে টু বোর্ড অন-অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়ে কিছু অসাধু ব্যক্তি এমনকি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা কিছু শিক্ষার্থীও মিশরে চাকরি দেওয়া এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শত শত নিরীহ চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীকে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে মিশরে এনে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। না দিতে পারছে চাকরি না করাতে পারছে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে পাঠানো পরিপত্র অনুযায়ী শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসার চুক্তিটি বলবৎ থাকবে। বলা হয়েছিল, মিশরের যে কোনো বন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে, সাধারণ পাসপোর্টধারীদের পাসপোর্টে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেনভুক্ত ইউরোপীয় দেশের বৈধ ও ব্যবহৃত ভিসা কিংবা রেসিডেন্স পারমিট থাকতে হবে।
তাই, এখন থেকে মিশর ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিদের ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে স্টিকার ভিসা নিয়ে আসতে হবে।
এমআরএম/জেআইএম
Advertisement