বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে নতুন করে কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে দলটি।
Advertisement
এর আগে এ পদে দায়িত্ব পালন করতেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।
শনিবার (২৬ এপ্রিল) জামায়াতের প্রচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে এহসানুল মাহবুব জুবায়েরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মতিউর রহমান আকন্দ বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।
Advertisement
এএএম/এমএইচআর/জেআইএম