শিরোপার দিকে ছুটে যাওয়ার জন্য যা দরকার ছিল, মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ ইমন, জিসান আলম, মেহরুব হোসেন, মোহাম্মদ মিঠুন ও মাহফুজ রাব্বিরা সেটি করে রাখলেন। আজ শনিবার বিকেএসপি ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।
Advertisement
প্রথম পর্ব আর সুপার লিগ মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ জয়ে আবাহনীর পয়েন্ট এখন ২৬। অন্যদিকে শেরে বাংলায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ বলে পাওয়া নাটকীয় জয়ে মোহামেডানের সংগ্রহে জমা পড়লো ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট। এর মানে হলো- আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) ২ পয়েন্ট এগিয়ে থেকেই মোহামেডানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আবাহনী। এই ম্যাচে যে দল জিতবে তাদের ঘরেই উঠবে শিরোপা। অর্থাৎ মঙ্গলবার হতে যাচ্ছে মোহামেডান ও আবাহনীর মধ্যকার অঘোষিত ফাইনাল।
আর শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে পড়া লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৭ ই থেকে গেল। শনিবার দুই স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসান প্রথম সেশনেই আবাহনীর জয়ের মঞ্চ তৈরি করে দেন। অফস্পিনার মোসাদ্দেক ৪১ রানে ৪ ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪১ রানে ৩টি করে উইকেট দখল করেন।
দুই স্পিনারের সাড়াশি আক্রমের মুখে ২২১ রানে থেমে যায় তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলীকে নিয়ে গড়া লিজেন্ডস অব রূপগঞ্জ। তিন টপঅর্ডার সাইফ হাসান (২৮), তানজিদ তামিম (৪) ও সৌম্য সরকার (২) বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় দলটি।
Advertisement
এরপর মিডল ও লেটঅর্ডারে মেহেদী মারুফ (৮৮ বলে ৪৮), আকবর আলী (৪০ বলে ৩৫) ও চৌধুরী রেজওয়ান (৪৭ বলে ৪০) তিনটি মাঝারি ইনিংস খেললে রূপগঞ্জ ২০০ পার করে। ২২৬ রানের মাঝারি লক্ষ্য ছুঁতে আবাহনীকে একদমই বেগ পেতে হয়নি। ওপেনার শাহরিয়ার কোমল (২০ বলে ৩২), পারভেজ হোসেন ইমন (৮৪ বলে ৭৩) উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারে ঝড়ের গতিতে ৪৪ রান তুলে আবাহনীকে শুভসূচনা এনে দেন। কোমল ৩২ রানে আউট হলেও পারভেজ হোসেন ইমন একদিক আগলে রাখেন। ইমনের সঙ্গে দ্বিতীয় উইকেটে কার্যকর সহায়তা দেন জিসান আলম।
দ্বিতীয় উইকেটে ইমন ও জিসান ১১৩ রান তুললে আবাহনী জয়ের পথে অনেকদুর এগিয়ে যায়। ইমন কিছুটা রয়েসয়ে খেললেও জিসান সমান ৪টি করে ছক্কা ও চার হাঁকিয়ে ৬৯ বলে ৬৩ রান করেন।
ইমন দলীয় ১৫৭ রানে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন তরুণ এসএম মেহরুব হাসান (২৭ বলে ২৪) ও অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন (২৫ বলে ২৯)। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি করে ৭৫ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মেহরুব ও মিথুন। সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২২৫/৯ (সাইফ হাসান ২৮, মেহেদী মারুফ ৪৮, আকবর আলী ৩৫, চৌধুরী রিজওয়ান ৪০, মেহেদী হাসান ১৬, শরিফুল ৩৪*; মোসাদ্দেক হোসেন ৪/৪১, রাকিবুল ৩/৪১)। আবাহনী লিমিটেড: ৩৭.৩ ওভারে ২২৭/৩ (শাহরিয়ার কোমল ৩২, পারভেজ ইমন ৭৩, জিসান আলম ৬২, মেহরুব ২৪*, মিঠুন ২৯*)।
Advertisement
ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।
এআরবি/এমএইচ/এএসএম