৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শনিবার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশী যুবারা। ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে আজিজুল হাকিম তামিমের দল।
Advertisement
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪১ রান করে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল। এরপর বাংলাদেশকে ৩৩.৩ ওভারে গুটিয়ে দিয়ে ৯৮ রানের জয়ে সিরিজ শুরু করেছে লঙ্কানরা।
শ্রীলঙ্কার হয়ে ৯২ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন চামিতা হিমাতিগালা। তিনে নেমে সেনুজা উইকুনাগোদা ৭৪ বলে ৫০ রান করেন। এই দুই ইনিংসের ওপর ভর করেই বড় রানের ভিত্তি তৈরি করে নেয় লঙ্কানরা।
শেষদিকে বাংলাদেশী বোলারদের তুলোধুনো করেন কাভিজা গ্যামেজ। ৫৯ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলে স্বাগতিকদের ২৪১ রানে পৌঁছে দেন তিনি।
Advertisement
২৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৫ বলে ৪৪ রান করেন কালাম সিদ্দিকি। অধিনায়ক আজিজুল হাকিম ৩১ বলে ২১ রান করেন। মিডলঅর্ডার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ ১৭, ওপেনার জাওয়াদ আবরাব ১৪ ও আল ফাহাদ অপরাজিত থাকেন ১২ রানে। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। ফলে ৩৩.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে বাংলাদেশ।
এমএইচ/জেআইএম